ভিডিও

যুগোপযোগী শিক্ষা বিস্তারে  টিএমএসএস’র ভূমিকা প্রশংসনীয় 

-ডা: নাননু এমপি

প্রকাশিত: মার্চ ০৬, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট: মার্চ ০৬, ২০২৪, ০৯:২২ রাত
আমাদেরকে ফলো করুন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরের সুজাবাদ দহপাড়াস্থ টিএমএসএস পরিচালিত ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি ও জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটে নবীন বরণ, মেধাবীদের ক্রেস্ট প্রদান, ক্যাপিং  সেরিমনি, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (৬ মার্চ) অনুষ্ঠিত হয়।  নিগার সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডা: মোস্তফা আলম নান্নু । বিশেষ অতিথি ছিলেন, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,টিএমএসএস’র নির্বাহী পরামর্শক মোহাম্মেদ খাইরুল ইসলাম, উপ-নির্বাহী পরিচালক-৩ সোহরাব আলী খাঁন, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: জাকির হোসেন, অধ্যক্ষ ড. আব্দুল বারী, অধ্যক্ষ শাহজালাল, অধ্যক্ষ মমতাজ বেগম, প্রশাসনিক কর্মকর্তা মো: আবু রায়হান প্রমুখ। 
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যুগোপযোগী শিক্ষা বিস্তারে টিএমএসএস’র ভূমিকা প্রশংসনীয়। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS